স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিটের সুবর্ণা সড়কের পশ্চিম পাশে বন বিভাগের অধীনে থাকা জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সকল ১০টায় বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ যৌথ অভিযান পরিচালনা করেন।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, চন্দ্রা বিটের আওতাধীন সুবর্ণা সড়ক এলাকায় র্দীঘদিন ধরে বনের জমি দখল করে জমি পরিমাণ, ০৯.০০ হেক্টর ( আংশিক) প্রায় ৬০শতাংশ বনের জমি ব জমি দখল করে আসছিল পরে পরে সেখানে বাড়িঘর ও দোকানপাট অবৈধ স্থাপনা গড়ে তোলে। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন। এসময় বাড়িঘর ও দোকানপাট গুঁড়িয়ে দেয়। ভ্রাম্যমান আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে প্রায় ৩০ কোটি টাকার জমি উদ্ধার করেছে। উচ্ছেদ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, বারুইপাড়া বিট কর্মকর্তা এন্দাত হোসেন,, ও মৌচাক বিট অফিসার শহিদুল ইসলাম,, কাশিমপুর বিট অফিসার সোলাইমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) অনন্য গোষা,, চৌধুরী, জানান, বন বিভাগের জমি দখল করে বাড়িঘর ও দোকানপাট অবৈধ স্থাপনা গড়ে তোলেন প্রায় ৬০ শতাংশ বন বিভাগের জমি দখল করে তিনি। আজকের ভ্রাম্যমান আদালত মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের করে প্রায় ৩০কোটি টাকার জমি উদ্ধার করা হল।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ