মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে : নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বাজারে অগ্নিকান্ডে মোল্যা ষ্টোরের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বুধবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাবুল মোল্যা ওই গ্রামের মৃত হাজী সলেমান মোল্যার ছেলে। বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে তার পিতা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত অনুমান সোয়া ১২ টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আকাশ মোল্যা আগুন দেখে তাদের বড়ীতে খবর দেয়। স্থানীয়রা কালিয়া ফায়ার সার্ভিসে খবর দিয়ে শতশত লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অতঃপর ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে নগদ টাকাসহ প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়। এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সে ক্ষেত্রে সঠিক তদন্ত হলে আসল কারণ জানা যাবে। তবে দু’টি দোকানের একটি সম্পূর্ণ মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ