মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়ায় ভাই-বোনের বিরুদ্ধে সরকারী আশ্রায়ন প্রকল্পে যাওয়ার রাস্তা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। এতে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী ভুমিহীন পরিবার গুলো চরম দুর্ভোগে পড়েছেন।রাস্তার ওপর বাড়ী নির্মাণকারী আজম মোল্যা ও রেবা বেগম ওই গ্রামের মৃত সাহেব মোল্যার সন্তান। রেবা বেগমের সঙ্গে গোপালগঞ্জের কোটালিপাড়া থানার জাফর হাওলাদারের বিবাহ হয়। ২০ আগষ্ট (মঙ্গলবার) সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, আজম মোল্যা ও তার বোন রেবা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে অবস্থিত সরকারী আশ্রায়ন প্রকল্পে যাওয়ার রাস্তা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ২৬ ফুট চওড়া রাস্তাসহ পাশের সরকারী জমি দখল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা গড়ে তুলেছেন পাঁকা ভবন। এ ছাড়া তারা ওই রাস্তা কেটে নতুন পাঁকা ভবন তৈরীর কাজ চলমান রেখেছেন। ভুক্তভোগীরা কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে অতি দ্রæত সরকারী রাস্তা অবমুক্ত করার দাবী জানান। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রæত সরকারি জায়গা অবমুক্ত করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ