মো. রাসেল শেখ, (নড়াইল জেলা)প্রতিনিধি ।
উপজেলা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে নড়াইলের কালিয়ায় প্রচার প্রচারনা এখন তুঙ্গে পৌছেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। সমর্থন আদায়, দোয়া প্রার্থনা ও ভোট ভিক্ষার কাজ চালাচ্ছেন সমান তালে। হাট, বাজার, রাস্তার পাশে ও রাস্তার উপর দড়িতে শোভা পাচ্ছে প্রার্থীদের নির্বাচনী পোষ্টার। দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষ তাদের স্বজন প্রার্থীদের পক্ষে সমর্থন আদায় করতে এলাকায় আসতে শুরু করেছেন। যাতে করে নির্বাচনী মাঠ যেন প্রানচাঞ্চল্যতায় ভরে উঠেছে। তবে ভোটের হিসাব মেলানো কঠিন বলে মন্তব্য করেছেন স্থানীয় পর্যবেক্ষক মহল। কেউ বলছেন, দ্বিমুখী, কেউ বলছেন, তৃমুখী আবার কেউ বলছেন সমানে সমান। এ যেন কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান অবস্থায় দাড়িয়েছে নির্বাচনী মাঠে।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন, কালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশীদ, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলার নড়াগাতী থানা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান ওসি, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. মাহামুদুল হাসান কায়েস, সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার নাজমুল হক প্রিন্স।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, মো. মাহাবুবুল আলম, আশিষ কুমার ভট্টাচার্য, আশরাফুল ইসলাম, ও মো. ইমরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি আখতার ও মোসা. ববিতা খানম। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ৮ মে প্রথম ধাপেই অনুষ্ঠিত হবে কালিয়া উপজেলা পরিষদের নির্বাচন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ৮ মে ভোট গ্রহনের জন্য ৮২টি কেন্দ্র স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ভোট গ্রহনের জন্য ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৫২৩ জনসহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৪৬ জনপলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
একজন নতুন ভোটার এস এম ইজাজ উল হকসহ অনেকেই বলেছেন, এই নির্বাচনে তারা প্রথম ভোট দিবেন। দলীয় প্রতীক ছাড়া সকলের অংশ গ্রহনে নির্বাচনটি অন্য বারের তুলনায় বেশী উপভোগ্য ও উৎসব মুখোর হয়ে উঠেছে।
একজন সমাজকর্মী রাশেদ কামাল বলেছেন, দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত এবারের উপজেলা নির্বাচন ইতিমধ্যেই জমজমাট আকার ধারন করেছে। পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে তারা স্বাচ্ছন্দ বোধ করছেন। তিনি মনে করেন সকলের অংশ গ্রহনে এই নির্বাচন উৎসব মুখোর হয়ে উঠেছে। তবে নির্বাচনটি খুবই প্রতিদ্বন্দিতা পূর্ন হবে বলে তার ধারনা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ