ক্রাইম রির্পোটার জসিম হোসেন ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক হত্যাকাণ্ডের সাত বছর পর আদালতের নির্দেশে নিহত আব্দুল মাজিদের দেহ উত্তোলন করা হয়েছে। আজ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের দেহ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
২০১৭ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মাজিদকে হত্যা করা হয়। তবে তৎকালীন ক্ষমতাসীনদের প্রভাব ও ভয়ভীতির কারণে পরিবার মামলা করতে পারেনি। নিহতের ভাই মো. আব্দুল আলীম দীর্ঘ অপেক্ষার পর এ বছর আদালতে মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি হিসেবে মো. সাজ্জাদ আলী বিশ্বাস, তার ছেলে মো. সুমনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পিবিআই জানিয়েছে, পুনঃময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত এগিয়ে নেওয়া হবে। দীর্ঘদিন পর হলেও সুবিচারের আশায় রয়েছে নিহতের পরিবার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ