মোঃ জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানের রনি আহমেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত রনি আহমেদ যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর (মহাসিন মোড়, কামারপাড়া) গ্রামের রিজাউল ইসলামের ছেলে।
শুক্রবার (৫ জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রতীকের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার ৮নং ওয়ার্ড কাশিপুর গ্রামস্থ মোবারকগঞ্জ রেলস্টেশন জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে উক্ত মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে আসামীকে আটক করে। আটকের পর আসামীর সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার (৬ জুলাই) দুপুর ১২ঘটিকায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আজিফ এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী এই মাদক ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বহন করছিলেন বলে জানিয়েছে।
আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।