জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জের ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর নামক গ্রামে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) আনুমানিক দুপুর ১২ঃ৩০ এর দিকে কমলাপুর গ্রামের রইস উদ্দিন এর বাড়ির আলমারি ভেঙে নগদ ১ লক্ষ ২,০০০হাজার টাকা এবং স্বর্ণালংকার সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।ক্ষতিগ্রস্ত রইস উদ্দিন পেশায় ভ্যানচালক। কিছুদিন আগে গরু বিক্রি করে এক লক্ষ টাকা বাসায় রেখেছিল। যে সময় চুরি সংঘটিত হয়, সে সময় রইস উদ্দিন মাঠে অবস্হান করছিল এবং তার স্ত্রী তাদের ছোট বাচ্চার জন্য দোকানে বিস্কুট মিষ্টি সামগ্রী কিনতে যায়। কিনে বাড়ি এসেই দেখেন সাজানো ঘর এলোমেলো।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, চোরেরা তিনজন ছিল এবং মোটরসাইকেলে এসেছিল।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে পুলিশ এ বিষয়ে তৎপর আছে। সত্যতা যাচাই বাচাই চলছে। দ্রতই উদঘাটন হবে।