মশিউর রহমান লালমনিরহাট প্রতিনিধি :
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট নামক স্থানের চারমাথা মোড়ে জনৈক মোঃ মোস্তফা এর মোনালিসা ফার্মেসীর পাকা রাস্তার উপর চেক পোস্ট ডিউটি করাকালীন একটি ব্যাটারী চালিত ভ্যান কাকিনা বাজার হতে রংপুরের দিকে যাওয়ার সময় সন্দেহ হলে উক্ত ভ্যানের চালক আসামী ১। মোঃ জুয়েল হক (২৮), পিতা-মোঃ আবেদ আলী,মাতা-মোছাঃ জুলেখা বেগম, সাং- দূরাকুটি ৬নং ওয়ার্ড,থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাটকে ভ্যানসহ আটক করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসমীসহ ভ্যানটি তল্লাশীকালে ভ্যানের উপরিভাগে থাকা টিনের প্লেন সীটের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর সাদা পলিথিনের ভিতর লাল পলিথিন দ্বারা মোড়ানো ২টি পোটলার ভিতর ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।