মহসিন আলম মুহিন।
আজ আর কিছু লিখতে চায় না মন, কলমের কালি লাল কেন? রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে আকাঙ্ক্ষা, পাকা ধানে কে দিল মৈ? মায়ের বানানো মোয়াটা, নারিকেলের লাড়ুটা কি শিকায় থেকে যাবে? আর বলবে না খোকা, মা আমার ভাপের পিঠা, খেজুর গুড়ের পায়েস কই? বোন আর পাবে না ভাইয়ের আদর, হবে না খাবার নিয়ে খুনসুটি! মেয়ে কি আর বলবে মা মা আমার মাথার কেশটা ভালো করে বেধে দাও আমি জ্ঞান ধরতে যাবো! দানবের উৎপাতে শূন্য হয়ে গেলো পড়ার টেবিল, বারান্দার ইজি চেয়ার, বালিশ, কোলবালিশ, পালং, চাদর সব কিছু জুড়ে হাহাকার মালিকরা কই! তারার গায়ে লটকে গেলো শত শত আইডি কার্ড! ভাতের থালা, গতরের কাপড়, গলার মালা থেকে আর্তনাদ ভেসে আসে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমাদের আগের জীবন, এতো একাকী কার ভালো লাগে বলো! শখ করে যে ফুলের বাগান গড়ে তোলা-কি লাভ হলো বলো? ফুল ফোটার আগেই মালীরা-ই ঝরে গেলো দমকা ঝড়ে! বাগানে অল্প যে কয়েকটা ফুল ফুটে ছিলো তাও হুতুম পেঁচা নষ্ট করে দিয়ে গেলো পদদলিত করে! কই যাবো, কই পাবো তাদের আহারে! শিক্ষাঙ্গনের আঙ্গিনা, বেঞ্চ, সবুজ চত্বর হু হু করে কেঁদে কেঁদে মরে তারা কই, তারা কই গেলো, তারা কই! বোবা কান্নায় শুকিয়ে গেছে তাদের চারপাশ, আটকে গেছে সব আয়োজন। তার আপনজনেরা আজ মাটির ঘরে অধিকার আদায়ে কাফনে মোড়ানো নিথর বেশ। নেটওয়ার্ক, ইমু, হোয়াটসঅ্যাপ, ভাইভার, ইনষ্ট্রাগ্রাম, ম্যাসেঞ্জার কোন কিছুতেই তারা আসে না আর সব কিছুতেই ঝাপসা আসে তারা! ডিলিট হয়ে গেছে থোকা থোকা তাজা প্রাণ, তাজা সম্ভাবনা! আহারে কে দেবে শান্তনা, কোথায় পাবো হারিয়ে যাওয়া ধন, হায়! হায়! এই প্রজন্মের ছেলেমেয়েরা দেশকে এতো ভালবাসে ভাবতেই ঝাপসা হয়ে আসে নয়ন-তাই কিছু আর লিখতে চায় না মন।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ