নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের ক্ষেতলালে অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীর মধ্যে ভালো লাগা, ভালোবাসা, সেই সাথে পরিবারের অসন্মতিক্রমে পালিয়ে বিয়ে করার প্রতিযোগিতা চলছে। তেমনি একটি ঘটনার জের ধরে গত ২২ ফেব্রুয়ারি সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে তারিকুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে ওই অপহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী তারিকুল ইসলাম উপজেলা শালুকডুবী উত্তর মহেশপুর গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় বাড়ি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে মাদ্রাসায় যায় ওই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফেরার পথে আনুমানিক দুপুর একটার সময় শালুকডুবী মোড়ে পাকা রাস্তার উপর থেকে ওই ভুক্তভোগী কিশোরী শিক্ষার্থীকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজা খবর নিয়ে তার কোন সন্ধান পায়নি। পরে ঘটনার দিন রাতেই ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন৷
অভিযোগের প্রেক্ষিতে আরো জানা যায়, প্রেমের জের ধরে বিয়ের প্রলোভনে এই অপহরনের ঘটনাটি সংঘটিত হয়েছে। এ মামলা দায়েরের পর ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নিবিড় পর্যবেক্ষণে, থানার এস আই নূর আমিনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী তারিকুল ইসলামকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। জানা গেছে এস,আই, নূর আমিন রাজশাহীর সন্তান, তিনি কর্মজীবনে বিগত কয়েক মাস আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় কর্মরত ছিলেন। পুলিশ রেকর্ড ও এলাকায় খবর নিয়ে জানা গেছে তিনি বিগত সময়ে ও বর্তমান সময়ে ক্ষেতলাল থানায় অপহরণ কারীদের জন্য জম দূত হয়েছেন। এছাড়া সাংবাদিকদের গোপন তথ্য মতে এস,আই, নূর আমিন অনেক সৎ, সাহসী, নিরহংকারী, মিশুক,ও অপরাধীদের জম দূত বলে জানা গেছে। এছাড়া বিগত তিন মাসের রেকর্ড অনুযায়ী তিনি আরও কয়েকটি অপহরণের মামলা দক্ষতার সাথে সমাধান করেছেন। থানায় আগত ভিকটিমদের সঙ্গে কথা বললে অনেকেই বলেন, আগের চেয়ে বর্তমানে ক্ষেতলাল থানার রুপ ও চিত্র পুরোপুরি বদলে গেছে, এর বিবরন জানতে চাইলে সাধারণ জনগন বলেন, গাছ ভালো হলে গাছের ফল ও ভালো হবে। তারা বলেন, বর্তমান(ওসি) আনোয়ার হোসেন থানায় আসার কারনে সব কিছু সহজ হয়েছে। এদিকে থানার স্রুত, সাহসী ও অপহরণ কারীর জম দূত এস,আই নূর আমিন,বিট ইনচার্জ বড়তারা ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল থানা হয়ে বড়তারা ইউনিয়ন এর মানুষের ভালো মন্দ সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ