রুবিনা আক্তার নিজস্ব প্রতিনিধি:
পরিবেশ দূষণ ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কুড়িগ্রামে 'সিঙ্গল ইউজ প্লাস্টিক ফ্রি' স্কুল ক্যাম্পাস ঘোষণা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪শে মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বরমান হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কুমার রক্ষিতের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাফর প্রমুখ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সভায় পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম তার শুভেচ্ছা বক্তব্যে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষতিকর দিক উপস্থাপন করেন।
এছাড়া বক্তারা জলাবদ্ধতা রোধ, মাটির উর্বরতা হ্রাস হতে না দেওয়া ও ফসলের উৎপাদন ব্যহত না করার লক্ষ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার অনুরোধ জানান।
তারা আরও বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নদী ও সমুদ্রের নাব্যতা হ্রাস, বায়ুদূষণ, মৎস্য সম্পদ হ্রাস ও মানবশরীরে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ ঘটায়। যার কারণে ক্যান্সার সহ বিভিন্ন রোগব্যাধি হতে পারে। সেইসাথে পলিথিনের পরিবর্তে কাগজের ঠোঙ্গা, পাট ও চটের ব্যাগ ব্যবহার, খাবার পানির জন্য কাঁচের জগ ও গ্লাস ব্যবহার, বিভিন্ন অনুষ্ঠানে ও চা/কফি পানের সময় ওয়ান টাইম প্লেট ও গ্লাস পরিহারের আহ্বান জানানো হয়।
পরে, বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব কাগজের কলম, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কয়েকটি ময়লা রাখার ডাস্টবিন বিতরণ করা হয়। শেষে প্রতিষ্ঠানটিকে সিঙ্গেল ইউজড প্লাস্টিক মুক্ত স্কুল ঘোষণা করে পলিথিন/সিঙ্গেল ইউজড প্লাস্টিক-এর ক্ষতিকর দিক সম্বলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ