রুবিনা আক্তার নিজস্ব প্রতিনিধি:
আজ ২৪ শে এপ্রিল ২০২৪ খ্রি. রোজ বুধবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে শব্দদূষণ বিরোধী এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ০৪ যাত্রীবাহী পরিবহন ও ১ টি ট্রাকের চালককে পৃথক ০৫ টি মামলায় মোট ৪৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ০৮ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়েকুল হাসান খান মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,শব্দ দূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ