রুবিনা আক্তার নিজস্ব প্রতিনিধি:
ছাড়পত্র ব্যতীত বায়ুদূষণের মাধ্যমে কার্যক্রম পরিচালনার অভিযোগে কুড়িগ্রাম সদরে পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরি করার একটি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার (৩১শে মার্চ) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার সংলগ্ন গর্ভের দোলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অসঙ্গতির কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারখানাটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকমাস আগে এখানে কারখানা স্থাপন করেন গাইবান্ধার আব্দুর রাজ্জাক। এখানে ২০-২৫ জন শ্রমিক দিয়ে রাতের বেলায় পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরি করে আসছিলেন। এতে বিষাক্ত ধোঁয়ায় এলাকার ফসল, গরু-ছাগল ও মানুষের ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে অবৈধ কারখানা বন্ধে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। কারখানাটি বন্ধ করে দেয়ায় স্থানীয় জনগণ প্রশাসনের প্রতি স্বস্তি প্রকাশ করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ছাড়পত্রবিহীন এসব সিসা তৈরির কারখানা মানুষ, পরিবেশ এবং জীববৈচিত্রের জন্য হুমকি। সবচেয়ে বেশি ক্ষতি করে শিশুদের। শিশুদের মেধা বিকাশে এটি ক্ষতিকর প্রভাব ফেলে। গর্ভবতী মহিলাদের জন্যও এমন কারখানা ঝুঁকিপূর্ণ। আর যে সকল শ্রমিক কাজ করে তাদের স্বাস্থ্যঝুঁকিতো রয়েছেই। তিনি বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধভাবে গড়ে উঠা এসব ব্যাটারি কারখানা বন্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ