মোঃ মন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের এমটি র্যাকের ছাদ থেকে অজ্ঞাত এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক সোয়া ১ টার সময় রংপুরের কাউনিয়া রেলস্টেশন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেল স্টেশন মাষ্টার হোসনে মোবারক।
স্টেশন মাষ্টার জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসে। কাউনিয়া স্টেশনের আসার পর ইঞ্জিন পরিবর্তন করার সময় এমপি র্যাকের ছাদে ওই যাত্রীর মরদেহ দেখতে পায় প্লাটফর্মে অবস্থানরত যাত্রীরা। পরে কাউনিয়া থানার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুপুর ২ টার সময় ওই মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কাউনিয়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পোষ্টমর্টেম করলে মৃত্যুরে প্রকৃত কারণ পাওয়া যাবে। এরমধ্যে পরিচয় পাওয়া গেলে পোষ্টমর্টে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ