আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
আধ্যাত্মিক জাহানের রাহবার কুতবুল ইর্শাদ ও কুতবুল আক্বতাব (রহ)’র স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান, জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামাগ্রাম মাদ্রাসার ৪৫তম ইসলামী মহাসম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। রাত পোহালেই দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লীর পদভারে মুখরিত হবে জামিয়ার আঙ্গিনা।
জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক হাফিজ মাওলানা আব্দুল গফফার পীর সাহেব রায়পুরী দামাত বারাকাতুহুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শেখ জাকারিয়া ইসলামি রিচার্জ সেন্টার ঢাকা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মিজানুর রহমান সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সুদুর আমেরিকা থেকে আগত মাওলানা আব্দুস ছালাম, উপস্থিত থাকবেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা মোস্তাক আহমদ খান, উপস্থিত থাকবেন, পীর সাহেব রায়পুরীর বিশিষ্ট খলিফা মাওলানা মোহাম্মদ আলী, মিষ্টবাসি বক্তা মমতাজ উদ্দিন বড়দেশী,সিলেট মাছুমিয়া মাদ্রাসার পরিচালক নাজমুদ্দিন কাসিমীসহ দেশ-বিদেশের বিখ্যাত মুফাসসিরে কোরআন প্রমুখ।সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামারগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী এ মাদ্রাসা। ভারতের রায়পুর নামক স্থান থেকে হিজরত করে এসেছিলেন বলেই পীর সাহেব রায়পুরী নামেই পরিচিতি লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন এলাকায় উনার ভক্ত ভক্তবৃন্দ রয়েছেন। বার্ষিক ওয়াজ মাহফিল ও ইছালে ছোয়াব উপলক্ষে দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক মুসল্লী অংশগ্রহন করেন।সুন্দর ও নিরাপদ ভাবে মাহফিল সম্পন্ন করার জন্য হাজারো যুবকের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। সেনা, পুলিশ ও বিজিবির অবসর প্রাপ্ত সদস্যদের নিয়ে এ স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। বিশাল জনসভা শৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য তাদেরকে তিন দিনের প্রশিক্ষণও দেওয়া হয়।তাদের মধ্যে রয়েছে ট্রাফিক বিভাগ, খাদ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, তাৎক্ষণিক কোন দুর্ঘটনা মোকাবিলার জন্য রয়েছে এমার্জেন্সি বিভাগ ও ফায়ার সার্ভিস বিভাগ।
ঐতিহাসিক এ মহাসমাবেশে পীর সাহেব রায়পুরী (রহ)’র ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য রয়েছে রায়পুরী পাঠাগার, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য রয়েছে নির্ধারিত স্টেশন,সাংবাদিকদের জন্য রয়েছে নির্ধারিত স্থান, তাৎক্ষণিক চিকিৎসার জন্য রয়েছে বিভিন্ন ঔষধ কোম্পানির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প।আগত মুসল্লীদের জন্য রয়েছে তিন বেলা খাবারের ব্যবস্থাসহ নানা সুবিধা।