মোঃশাহেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাত সন্দেহে ৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। এরপর আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুক্রবার চারটার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকার স্থানীয় লবন চাষীদের সহায়তায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নৌকা (ইঞ্জিনসহ),রামদা- ০১ টি, ছুরি - ০২টি, ক্রিচ- ০১ টি, লোহার রড - ০১ টি,ব্যাটন - ০১টি, বাটন মোবাইল ০২ টি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,মহেশখালী মাতারবাড়ি ইউনিয়নের বান্দী সিকদার পাড়া মৃত লাল মিয়ার ছেলে মোঃ জসীম উদ্দিন (৩০), একই এলাকার সখি আলমের মোঃ তারেক(১৬),নুর আলমের ছেলে মকসেদ আহমেদ (৪৫),মৃত আবুল কালামের ছেলে আবু তাহের,মৃত শাহেদ মিয়ার ছেলে আমির হোসাইন, মৃত মুক্তার আহমেদের ছেলে আলাউদ্দিন, মাতারবাড়ী ইউনিয়নের অব্দার পাড়া মৃত আলতাফ মিয়ার ছেলে আব্দুল ওয়াজেদ,একই এলাকার, মৃতঃ নবির হোসেনের ছেলে শাহাদুল ইসলাম (১৬),মোঃ তাজউদ্দিনের ছেলে মোঃ আকাশ (১৭)।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ৯ জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু হয়েছে। মামলার ভিত্তিতে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ