এম হোছাইন আলী
(কক্সবাজার কুতুবদিয়া প্রতিনিধি)
(১৯ এপ্রিল ২০২৫)
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গঠে উঠা কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধের ভাঙ্গন ঠেকাতে ডাম্পিং করা জিও ব্যাগ কেটে নিয়ে গেছে স্থানীয়রা। উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম চর ধূরুং, কায়সার পাড়া এলাকার কয়েকটি স্থানে বালি ভর্তি জিও ব্যাগ কেটে বালি ফেলে দিয়ে সেগুলো নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু ব্যক্তিরা।
গতকাল সরেজমিনে দেখা যায়,পশ্চিম চর ধূরুংও কায়সার পাড়া এলাকার কয়েকটি স্থানের প্রায় বেশ কয়েকটি বালি ভর্তি জিও ব্যাগ কেটে বালি ফেলে দিয়ে ব্যাগগুলো নিয়ে বাড়ির কাজে,ঘরের চালে,বেড়ায় ও বিভিন্ন কাজে ব্যবহার করতে দেখা যায়। যার ফলে চলতি বর্ষা মৌসুমে জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে লোকালয়ে সাগরের পানি ঢুকে পড়ার ভয়ে আতংকিত অবস্থায় রয়েছেন স্থানীয় লোকজন।
স্থানীয় উত্তর ধূরুং ইউনিয়ন যুবদল নেতা শহিদুর রহমান বিকেলে সহপাঠীদের নিয়ে অবসর টাইমে সমুদ্র পাড়ে ঘুরতে গেলে,বেড়িবাঁধের জিও ব্যাগ কেটে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে আক্ষেপ করে বলেন,কিছু অসাধু মানুষের কারণে দ্বীপবাসীর দুঃখের শেষ নেই। অতি লোভের বশবর্তী হয়ে বেড়িবাঁধ রক্ষায় স্থাপন করা জিও ব্যাগ কেটে নিয়ে যাওয়ার ফলে বর্ষা মৌসুমে পানি ঢুকে ফসলি জমি ও বাড়িঘর প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
১নং ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউপি সদস্য নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান। বেড়িবাঁধের জিও ব্যাগ কেটে নিয়ে যাওয়ার খবর আমি জানার পর একমাস ধরে চৌকিদারসহ তদন্ত চালিয়ে যাচ্ছি। স্থানীয় মানুষদের বাড়িঘরের চালে ও বেড়ায় জিও ব্যাগ লাগানোর খবর তিনি জানেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন,আমি গিয়ে দেখব, কেউ করে থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করব।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী এল্টন চাকমা জানিয়েছেন,শুধু কায়সার পাড়া না, সারা কুতুবদিয়ায় এমন করে লোকজন। এ কারণে কুতুবদিয়াতে কোনো কাজ টিকে না,লোকজন বেশি সমস্যা।
লোকজন সচেতন না হলে,কাজগুলো ঠিকানো মুসকিল।আমাদের এমন কোন জনবল নাই যে এগুলো পাহারা দিয়ে রাখবে।
এ নিয়ে বেশ কয়েকবার ছবিসহ থানায় অভিযোগ করা আছে। সরকারী সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। পুলিশ চাইলে যেকোনো একশন নিতে পারে। বাড়িতে গিয়ে হাতেনাতে ধরতে পারে। একজনকে ধরে নিয়ে আসলে সবাই সচেতন হয়ে যাবে।