এম হোছাইন আলী
(কক্সবাজার কুতুবদিয়া প্রতিনিধি)
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধের বালু ভর্তি জিও ব্যাগ স্থানীয় কিছু অসাধু ব্যক্তিরা কেটে নেয়ার অভিযোগে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সোমবার (২১-এপ্রিল) বিকেলে উত্তর ধুরুং ইউনিয়নের ১নং ওয়ার্ড় কায়সার পাড়া ও পশ্চিম চর ধুরুং এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বেড়িবাঁধের জিও ব্যাগ অবৈধভাবে ঘরের চালে লাগানোর দায়ে মো. এহাছান নামের একজনকে ৫'শত টাকা জরিমানাসহ ব্যবহৃত কাটা জিও ব্যাগ গুলো জব্দ করা হয়েছে।
পাশাপাশি আগামী দু'দিনের মধ্যে পার্শ্ববর্তী অন্তত আরো ৮/১০টি বাড়ির চালে ও বেড়ায় লাগানো জিও ব্যাগ খুলে প্রশাসনকে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এস,আই) বাবুলের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করেছেন।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এর আগে গত ১৯শে এপ্রিল/২০২৫ ইং তারিখ,কুতুবদিয়ায় বেড়িবাঁধের জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় অসাধু ব্যক্তিরাঃঝুঁকিতে বেড়িবাঁধ-শিরোনামের,ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকায় সংবাদ প্রচারিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ