কক্সবাজার (কুতুবদিয়া প্রতিনিধি)
সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে মানববন্ধন করেছে কুতুবদিয়া উপজেলার কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকেরা। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলা চত্বরে প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করেন।
বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো শিক্ষক শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে সহকারি শিক্ষক মো. মকসুদের সঞ্চালনায় কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ১০ গ্রেড সমন্বয় পরিষদের আহবায়ক সহকারি শিক্ষক ফরিদুল আলম, সদস্য সচিব হাছান শরীফ, রেজাউল করিম, মো.গিয়াস উদ্দীন, তাসলিমা আক্তার সেলিনা , ছাইফুল্লাহ খালেদ, মীর হোসেন, শমসের নেওয়াজ মুক্তা, মো:মঈনুল হক, শামশুল আলম, মো. মোসতান আহমুদ, মোশারারফ হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করার দাবী সম্বলিত একটি স্মারক লিপি ইতিপূর্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে প্রদান করা হয়েছে।