কে এম আবুল কাশেম (চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান)
কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক)সমিতি। গত ২০শে মার্চ ২০২৪ ইংরেজি তারিখের কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডঃ ক্লার্ক) সমিতির কার্যকরী পরিষদের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উক্ত কমিটিতে কুতুবদিয়া আদালতের আইনজীবী সহকারী এম হোছাইন আলীকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।নুরুল কবিরকে অর্থ সম্পাদক এবং আবুল মনছুর সিকদার ও হাসান মাহমুদ সুজনকে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়। উক্ত কমিটিকে আগামী এক বছর সমিতির গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশনা দেওয়া হয়। আদালত প্রাঙ্গনে কোন বিচারপ্রার্থী মানুষ যেন টাউট দালাল কর্তৃক হয়রানির শিকার না হয় সেদিকে সুদৃষ্টি রাখতেও অনুরোধ করা হয়েছে । ব্যাপারে বর্তমান সভাপতি এম হোছাইন আলী প্রতিবেদকে জানান, ইদানিং আদালতের আশেপাশে অনেক টাউট দালাল লক্ষ্য করেছি, দায়িত্ব যখন দেওয়া হয়েছে সকলের সহযোগিতায় অতি শীঘ্রই আদালত পাড়া থেকে টাউট দালাল এগুলো নির্মূল করা হবে ইনশাআল্লাহ।