কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়ীয়া নাবদিয়া গোরস্থান পর্যন্ত প্রায় ৭৯৬ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এ সময় স্থানীয়রা বলেন সড়ক পাকাকরণ হলে ব্যবসা-বাণিজ্য সহ অর্থনীতিতে বিপ্লব ঘটবে বলে মনে করছেন তারা। সে সময় এমপি আব্দুর রউফ বলেন, খোকসা-কুমারখালীর মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না, দ্রুতই রাস্তাাঘাট কালভার্টসহ যেখানে যা যা প্রয়োজন সেগুলো যত দ্রুত সম্ভব করার চেষ্টা চলছে।
বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রমীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।উদ্বোধনকালে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার, যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ অনেকেই।