আরিফুল ইসলাম কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন কে গ্রেফতার করেছে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (২৭ মার্চ ) সকালে এক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় । আসামি হলেন – কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত মান্নান শেখ এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৬) । কুষ্টিয়া জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন বলেন , বুধবার (২৭ মার্চ ) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত মান্নান শেখ এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৬) বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ ঘরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীকে গ্রফতার করা হয় পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারনীয় ক্রমিক নং- ১০ (ক) ধারায় মামলা করা হয়। যার মামলা নং – ২৬ । এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়া ইউনিয়নের বানিয়া গ্রামে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে ।