1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
কুশিয়ারা নদীতে যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! - Bikal barta
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৬|
সংবাদ শিরোনামঃ
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে যবিপ্রবি জ্বালানি তেল চুরির সিন্ডিকেট তিতাসের অভিযানে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ডিসেম্বরের মধ্যে ভোট সৈয়দপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার সৈয়দপুরে মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার জিয়া দেশে ফিরবেন চিকিৎসকরা অনুমতি দিলে খালেদা স্কুল থেকে বাড়ি ফিরা হয়নি ছাত্র সামাদ এর মা বাবার কান্না কিছুতেই থামছে না–নিখোঁজ সংবাদ কিয়ামতের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিলে রক্ষা নেই! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। শেরপুরে কৃষি জমিতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিক মৃত্যু ২ চকরিয়ায় তামাকখেত থেকে একটি বন্য মৃত হাতি উদ্ধার

কুশিয়ারা নদীতে যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়!

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, নভেম্বর ৪, ২০২৪,
  • 29 জন দেখেছেন

আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের সবচেয়ে দূরবর্তী ও সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ। যাতায়াতের রাস্তা তেমন ভালো নেই,মরার উপর খরার ঘা হিসাবে যুক্ত হয়েছে কুশিয়ারা নদীর ডাইক ভাঙ্গন!গতবছর কুশিয়ারার ডাইক ভেঙ্গে তিনবারের মত বন্যা হয়েছে জকিগঞ্জে!পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফলতি আর নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে ডাইক ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে। যার ফলস্বরূপ কৃষি খাতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা,ধান,সবজি, সুপারি, মাছসহ বিভিন্ন কৃষি পণ্য ক্ষতির সম্মুখীন হয়। কুশিয়ারার ডাইক ভাঙ্গনের ফলে দিন দিন দেশের মানচিত্র ছোট হয়ে আসছে। জকিগঞ্জের মইয়াখালী,উজিরপুর, সুপরাকান্দি,গাগলাজুর, লোহারমহল,নরসিংহপুর,সবরিয়া, পিল্লাকান্দিসহ বিভিন্ন এলাকার বাইক ভেঙে বসতবাড়ি, স্কুল -মাদ্রাসাসহ বসত ভিটা হুমকির সম্মুখীন। অচিরেই যদি টেকসই মেরামতের কাজ করা না হয় দেশের মানচিত্র হুমকির সম্মুখীন হয়ে পড়বে যা মোটেও কাইম্য নয়! এমন বেহাল পরিস্থিতির খবর শুনে গত রবিবার দুপুর ১ঘটিকার সময় জকিগঞ্জের ঈদগাহ বাজার এলাকার গাগলাজুরের ডাইক পরিদর্শন করতে আসেন জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট জেলা শাখার প্রথম সহসভাপতি মামুনুর রশীদ মামুন,ডাইক পরিদর্শন শেষে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, কুশিয়ারা নদীর ডাইক ভাঙ্গনের ফলে গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হুমকি- সম্মুখীন হয়ে পড়েছে, যে কোন সময় কুশিয়ারা নদীতে বিলীন হয়ে যেতে পারে এ বিদ্যালয়টি, এর দ্রুত প্রতিকার চাই তা না হলে শুধু বিদ্যালয় নয় দেশের মানচিত্র হুমকির সম্মুখীন।তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস কে অনুরোধ করছি দেশের মানচিত্র রক্ষাত্রে, স্কুল মাদ্রাসা মসজিদ ও এলাকার মানুষের বসত ভিটা রক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণের জন্য অনুরোধ করছি। এসময় আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি শফিকুর রহমান শফিক, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জর পৌর বিএনপির নেতা সাবেক কাউন্সিলর রিপন আহমদ, জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও খলাছড়া ইউপি শাখার সভাপতি মাশুক আহমদ, সাধারণ সম্পাদক জয়নুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদ আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, দৈনিক বিকাল বার্তার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস শহীদ শাকির, যুবদল নেতা মাজেদ আহমদ প্রমুখ

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!