আরিফুল (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীর সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। রোববার সকালে সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমগাছের ডালে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হয়েছেন নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে স্বাধীন হোসেন (২৪)। তিনি পেশায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে তারা প্রধান সড়ক সংলগ্ন সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে গ্রাম পুলিশকে খবর দেন। এবং পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তারা আরো জানান, নিহত স্বাধীন সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে কর্মরত ছিলেন। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি। প্রাথমিক বিদ্যালয়ের আমগাছ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়। স্বাধীন অবিবাহিত ছিলো সড়ক দুর্ঘটনায় আহত হবার পর থেকে স্বাধীন অসুস্থ ছিলো বলে জানান তারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ