স্টাফ রিপোর্টার: নেত্রকোণার দুর্গাপুরে আত্রাখালী নদীর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক আবদুর রহিম (৩০) নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা বলছেন, হত্যার পর তাকে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
৩১ মার্চ রোববার সকালে গ্রামের নদী পাড়ের গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুর রহিম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোণা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, আবদুর রহিম শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তার কৃষি জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরে রোববার সকালে রহিমকে খুঁজতে বের হন তার মা হালেমা খাতুন। খোঁজার পথে নদীর পাড়ের একটি গাছে ছেলে রহিমের ঝুলন্ত দেহ দেখে হালেমা খাতুন চিৎকার শুরু করেন। এ সময় তার ডাক চিৎকারে সেখানে আশপাশের লোকজন জড়ো হন সেখানে। পরে তারা পুলিশকে খবর দেয়। কৃষক আবদুর রহিমের চাচা আহমদ আলী বলেন, আমার ভাবি সকালে বাড়ি থেকে খুঁজতে বের হয়ে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটা গাছে রহিম ঝুলে আছে দেখতে পান। পরে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশ লাশ উদ্ধারের পর যা দেখেছি, তাতে আমাদের ধারণা রহিমকে হত্যার পার গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। এএসপি মোহাম্মদ আক্কাস আলী জানান, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার কথা বলছে। পুলিশ সব দিক মাথায় রেখে তদন্ত শুরু করেছে। থানায় আইনগত পদক্ষেপ হচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ