ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামের মাঠে অনুমতি বিহীন ফসলী জমির মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন সহ মাটি বিক্রয়ের অপরাধে দুই ব্যাক্তিকে পঞ্চাশ হাজার(৫০,০০০/-) টাকা জরিমানা করলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বি,এম তারিক-উজ- জামান।
রবিবার তিনি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জোড়াপুকুরিয়া গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে, ফসলী জমির মাটিকেটে বিক্রয় করার অপরাধে "বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা সংশোধিত আইন ২০২৩ এর ১৫(১) ধারায় একটি মামলার বিপরীতে চতুর আলীর ছেলে রাতিকুল ইসলাম ও তিজারত মন্ডলের ছেলে ভোলা মন্ডলকে পঞ্চাশ হাজার (৫০,০০০/-)টাকা জরিমানা করেন।
এ সময় তিনি জরিমানার টাকা সহ আর কখনও জমিতে মাটি কেটে বিক্রয় করবে না মর্মে মুচলেকা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতে উপজেলা ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রধান অফিস সহকারী এ এম ইউনুস আলী ও প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ অফিসার সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এছাড়াও গত শুক্রবার তিনি সরকারী আইন অমান্য করায়, ১৮৮ ধরায় এক ব্যাক্তিকে এক হাজার চারশত(১,৪০০/-) টাকা জরিমানা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ