নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণা কেন্দুয়া উপজেলার কেন্দুয়া সরকারি কলেজে অধ্যক্ষ পদে শফিকুল ইসলাম খসরুর নিয়োগ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম খসরুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। যা সরকারি নিয়োগ বিধির সাথে সাংঘর্ষিক।
কলেজের দাতা সদস্য মজনু রহমান খন্দকারের বক্তব্য অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে কলেজ থেকে প্রেরিত জ্যেষ্ঠতার তালিকায় স্পষ্টভাবে উল্লেখ শফিকুল ইসলাম খসরুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি বলেন, “সরকারি বিধি অনুযায়ী, কোনো ফৌজদারি মামলার আসামী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে পারেন না। এই নিয়োগ বিধিবহির্ভূত এবং তা বাতিল করা উচিত।
এই বিতর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অনেক অভিভাবক এবং শিক্ষক এই নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, একজন ফৌজদারি মামলার আসামীকে কলেজের শীর্ষ পদে দায়িত্ব দেওয়ার ফলে শিক্ষার পরিবেশ ও কলেজের সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় মহল থেকে বিষয়টি দ্রুত তদন্তের দাবি উঠছে এবং সুষ্ঠু সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন অনেকে।
এখন দেখার বিষয়, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তবে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং শিক্ষার্থীরা একটি ন্যায়সঙ্গত সমাধানের অপেক্ষায় রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ