জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার):
নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের ১০ (দশ) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
২১ জুন শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ জুন থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত ১০ (দশ) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, প্রতিদিন সকাল ও দুপুরে ৫টি বিষয়ের উপর ১০টি ব্যাচের প্রশিক্ষন হবে । এ প্রশিক্ষণের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী করে তোলা হবে । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশেই ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের জন্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ।