নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণা কেন্দুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি অটোরিকশা, দুটি বাইসাইকেল ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধারসহ আনোয়ার হোসেন (৩২) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে তাকে উপজেলার নোয়াদিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন নোয়াদিয়া গ্রামের আছিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান। প্রেসব্রিফিংয়ে ওসি বলেন, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সংঘবন্ধ চোর চক্রের একজন সক্রিয় সদস্য। সে সহ তার সহযোগী অজ্ঞাতনামা চোর বা চোরদের সহায়তায় কেন্দুয়া থানা এলাকায় চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে যেকোনো সময় নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার পাশে থাকা স্থানীয় আব্দুল আউয়ালের মনোহারী দোকান থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী আব্দুল আউয়ালের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত শুরু করা হয়। এ অবস্থায় বিশ্বস্ত বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়ে চোর চক্রের সদস্য আনোয়ারকে গ্রেফতার করা হয়। একই সাথে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৪৭০ টাকা। ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার দুপুরেই গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্যও চেষ্টা চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ