জেলা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষকদের দুর্ব্যবহার, বিভিন্ন বিষয়ে রাজনীতিকীকরণ, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী সংক্রান্ত সমস্যা, শিক্ষার্থীদেরকে কতিপয় শিক্ষকদের দ্বারা প্রাইভেট ও কোচিং করতে বাধ্য করাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে এ অভিযোগ দায়ের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আগামী সোমবার (২৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে এ বিষয়গুলো সুরাহা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সোমবার পর্যন্ত বিদ্যালয়ের সকল ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে উপজেলা প্রাঙ্গন ত্যাগ করেন। দশম শ্রেণীর শিক্ষার্থী সূর্যের সাথে কথা বলে জানা যায়, স্কুলের সকল শিক্ষক খারাপ নায়। দু'একজন শিক্ষক ছাড়া সবাই ভালো। শিক্ষার্থী রিদম (দশম শ্রণী) বলেন জাহাংগীর স্যারের বিরুদ্ধে যে অভিযোগটি তুলে ধরা হয়েছে তা সঠিক নয়। তবে হারুন অর রশিদ ও শামীম স্যারের বিষয় অনেকেই খারাপ মন্তব্য করতে শোনা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কোন অভিযোগ থাকলে আমাকে বলতে পারত। কিন্তু আমাকে বলে নি। ওরা (ছাত্ররা) ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ইন্টারমিডিয়েট পড়ুয়া কিরণের নেতৃত্বে স্কুল থেকে বেরিয়ে যায় । সহকারী শিক্ষকদের মাধ্যমে ফেরানোর চেষ্টা করেও ফেরানো যায় নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, আজ জয়হরী স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নানা অনিয়মের কথা তুলে ধরলে আমি তাদের সকল সমস্যা সমাধানে আশ্বস্ত করেছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ