নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতির ধীরগতির কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ সাগর কে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কেন্দ্রীয় তরুণ দলের সম্মানিত সভাপতি ডাঃ আবু বক্কর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীর এক যৌথসভায় এ সিদ্ধান্ত গ্রহন করেন এবং রাসেল আহমেদ সাগর কে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয় এবং মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুলিপি প্রদান করা হয়।
রাসেল আহমেদ সাগর দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জরিত তিনি প্রথমে ছাএ দল, যুবদল তরুণ দলের রাজনীতি করে আসছিলেন ২০২১ তিনি তরুণ দলের সদস্য এবং পরে সহ শিক্ষা সম্পাদক নির্বাচিত হোন। গত ২০২৩সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদ তরুণ দলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক দায়িত্ব প্রাপ্ত সিলেট বিভাগ নির্বাচিত হোন।
এ ব্যাপারে রাসেল আহমেদ সাগর এর সাথে কথা হলে তিনি বলেন আমি দীর্ঘ ২৭ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত, অনেক হামলা, মামলা জুলুম হয়েছে তবুও পিছু হঠিনি ।
ছাত্র রাজনীতি থেকে আমি এ পরযন্ত এসেছি আমার সহ কর্মী এবং সংগঠনের সকলের ভালবাসা নিয়ে। আমার উপর যে আস্তা এবং বিশ্বাস নিয়ে আমার শ্রদ্ধাভাজন তরুণ দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আবু বক্কর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীর ভাই আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন তা আমি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ মাতা বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাঃ আবু বক্কর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আঃ রউফ পাশা এবং আমার জেলার সকল নেতৃবৃন্দের কাছে যারা সর্বদা আমাকে ভালবাসা দিয়ে আসছেন।