দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা:
ভূয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে মামলা করার অভিযোগে মাস্টার রোলে কর্মরত চতুর্থ শ্রেণির ৩৭ জন কর্মচারীকে চাকরী চ্যুত করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।গত সোমবার (১লা এপ্রিল) কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। কেসিসি সূত্রে জানা যায় এসব কর্মচারীরা কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান, পরিছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী ও গাড়ি চালকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তারা চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি রিট করেন এবং সেখানে তারা কিছু কাগজপত্র জমা দেন। এর মধ্যে কয়েকটি আবেদনের কাগজ সিটি কর্পোরেশনের রিসিভ করা কপি তারা জমা দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে সিটি কর্পোরেশন কখনো ওই কাগজপত্র রিসিভ করেনি। ওই কাগজপত্রে সিটি কর্পোরেশনের যে সীল-সহী রয়েছে তার সবই জাল এবং মিথ্যা। এই কাজের মূল হোতা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান বাচ্চু শেখ। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাচ্চু শেখ সহ ৩৭ জনকে চাকরি চ্যুত করা হয়েছে। কেসিসির সচিব সানজিদা বেগম জানান, এই ৩৭ জন কর্মচারী দীর্ঘদিন ধরে মাস্টার রোলে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তারা ভূয়া কাগজপত্র তৈরি করে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। বিষয়টি প্রমাণিত হলে সিটি মেয়র এর নির্দেশে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ