রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি,
আগামীকাল ২১ মে মঙ্গলবার ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় পর্যায়ে দেশের অন্যান্য উপজেলার ন্যায় উত্তরাঞ্চলের সব চেয়ে জনগুরুত্বপুর্ন গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচন
ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ জন প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে এ নির্বাচনে অংশ গ্রহণ করছেন। উপজেলার পলাশবাড়ী পৌরসভা ১২ টি ও ৮ টি ইউনিয়নের ৭১ টিসহ মোট ৮৩ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ২৩ হাজার ২ শ ৯ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ২ শত ৬ জন মহিলা ভোটার ১ লক্ষ ১৪ হাজার ২ ভোট। তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোট গ্রহনের সকল সরঞ্জামসহ জনবল ইতি মধ্যে কেন্দ্রে পৌছেছে তবে ভোটের দিন ভোরে বিশেষ নিরাপত্তায় ব্যালট পেপার কেন্দ্রে পৌছানো হবে । ভোট গ্রহনের সকল প্রস্তুুতি সম্পূর্ন করেছেন প্রশাসন ও নির্বাচন কমিশন । অপর দিকে আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত রয়েছেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ তিনি মোটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন তার প্রতিক শালিক পাখি,সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল এর দোয়াত কলম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. জরিদুল হক এর কাপ পিরিচ, জেলা ছাত্রলীগ নেতা নাজিবুর রহমান নয়ন আনারস ও বিশিষ্ট
ব্যবসায়ি তৌহিদুল আমিন মন্ডল সুমন ঘোড়া প্রতিক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। ৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। অতিতের সকল নির্বাচনের চেয়ে এ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভবনা থাকলেও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ