বিকাল বার্তা প্রতিবেদক>>সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন এলাকার পরিবেশ ধ্বংসকারী পাথর খেঁকো চক্রের বিরুদ্ধে সিলেটের পরিবেশ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সিলেট এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
১২ ফেব্রুয়ারী( বুধবার) পরিচালিত অভিযানে শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি শ্যালো মেশিন অকেজো করে পুড়িয়ে দেয়া হয় এবং অবৈধ ৬ টি স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবুল হাসনাত, কোম্পানীগঞ্জ উপজেলা ও সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন। উল্লেখ্য শাহ আরপিন এলাকার পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস ও চাঁদাবাজির ঘটনায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে সেখানকার পরিবেশ সুরক্ষা ও চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে কর্তব্যে অবহেলা ও চাঁদাবাজির দায়ে সেখানে দায়িত্বরত ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়।
এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, মোবাইল কোর্টের অভিযান পূর্বে চলছিল তারই ধারাবাহিকতায় আজ ও সড়ক, জনপদের জায়গার ওপর অবৈধভাবে যে ক্রাশার সেগুলো বিনষ্ট করা হয়েছে। তাছাড়া সড়ক ও জনপদের জায়গায় যে অবৈধ স্থাপনা সেগুলোও উচ্ছেদ করা হয়েছে। আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদেরকে নিদিষ্ট সময়ের মধ্যে দোকান সরানোর আল্টিমেটাম দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগ তাদের জায়গা বুঝে নিবে।
তিনি আরোও বলেন শাহ আরোফিন টিলায় ও আমরা অভিযান পরিচালনা করেছি কিন্তু কাউকে আটক করতে পারিনি। যারা পাথর উত্তোলনে ছিল তারা অভিযানের খবর পেয়ে পালিয়ে গিয়েছে। তবে উনাকে সম্প্রতি ১৩ জন পুলিশ সদস্যের ঘটনায় অভিযান পরিচালনা করেছেন প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি সেটি অস্বীকার করেন এবং আজকের অভিযান নিয়মিত অভিযান বলে জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ