তারেক ইসলাম : গতকাল শনিবার 12 ই অক্টোবর একদল সন্ত্রাসী কোরআন মজলিস ভবনের সন্ধ্যার পর প্রবেশ করে ভবন দখলের চেষ্টা করে তখন তারা নিজেদেরকে কোরআন মজলিস বাংলাদেশের আহবায়ক কমিটির নেতা হিসেবে দাবি করে এবং ভবন তাদের এটা বলতে থাকে তখন আমির মাওলানা মোঃ ইমদাদুল্লাহ তাদের বাধা দিলে তাদের সাথে আসা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় বলে উল্লেখ করেন । হামলার খবর ছড়িয়ে পড়লে তখন সন্ত্রাসীরা দ্রুত ভবন ছেড়ে পালিয়ে যায় । আক্রমণের সময় পল্টন থানা পুলিশের প্রতিনিধি দল উপস্থিত ছিলেণ । আক্রমণকারী ইন্দোনদাতা মিয়া মোঃ সিরাজ ও মোস্তফা ফিরাজ গং কোরআন মজলিস বাংলাদেশ ভবনটিকে দখলের চেষ্টা করে আসছেন বলেও তিনি জানান সংবাদ সম্মেলনের মিডিয়াকর্মীদের অনুরোধ করে বলেন ঘটনা জেনে একটি তথ্যভিত্তিক সংবাদ জাতির সামনে তুলে ধরবেন জীবনের বড় একটি সময় এই সংগঠনের সাথে কেটেছে জীবনের বাকি দিনগুলো সম্মানের সাথে আমি সংগঠনের একজন কর্মী হিসেবে কাজ করতে চাই