স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন।
গত (১৩ই মার্চ) বৃহস্পতিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান স্টেশনের আওতাধীন নলিয়ান বালুর মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ কেজি হরিণের মাংসসহ ০১জন হরিণ শিকারীকে আটক করে কোস্ট গার্ড।
আটককৃত হরিণ শিকারী ব্যক্তি হলেন,ইয়াসিন গাজী। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে সুরক্ষার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।