সেলিনা সাথী ।
ক্ষমতার অপব্যবহার কখনোই
কল্যাণ বয়ে আনে না।
সকলে মিলে গড়া সাম্য আর ন্যায়ের বুননে,
একটি সমাজ—শুধু তখনই সার্থক,
যখন ক্ষমতা সম্মানের সাথে ব্যবহৃত হয়।
ক্ষমতা—এটি একটি উপহার,
আকাশের তারার মতো উজ্জ্বল,
কিন্তু যদি তাকে দূষিত করা হয়,
তবে সেই আলোও অন্ধকারে ডুবে যায়।
ক্ষমতার অপব্যবহার করা মানে,
মানুষের প্রতি অন্যায় করা,
দুর্বলদের কণ্ঠ রুদ্ধ করা,
আর তাদের স্বপ্নকে ধ্বংস করা।
যে শক্তি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে,
তার অপব্যবহার করে যে,
সে একদিন নিজেই তার ফাঁদে পড়ে,
আর এই চক্র চলে নিরন্তর।
ক্ষমতার সঠিক মর্যাদা দেওয়া,
এটি এক মহৎ দায়িত্ব,
এটি এক পবিত্র অঙ্গীকার,
যাতে সব মানুষের সমান অধিকার থাকে।
আমাদের সকলের উচিত,
ক্ষমতার যথাযথ মর্যাদা করা,
সকলকে সম্মান ও সমান অধিকার দিয়ে,
একটি সুন্দর সমাজ গড়া।
ক্ষমতার অপব্যবহার নয়,
ন্যায় আর সাম্যের পথে হাঁটা,
এই হোক আমাদের শপথ,
এই হোক আমাদের সংগ্রাম।
”””””””””””””””””””””””””””””””””””””””””