মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের ক্ষেতলালে সাংবাদিকদের সাথে নবাগত ওসি "আরিফুল ইসলাম" মতবিনিময় করেছেন।
রবিবার সন্ধ্যা ৭টায় থানার গোল চত্বরে এ মতবিনিময় করেন তিনি।
এ সময় নবাগত ওসি সাংবাদিক দের সঙ্গে সমাজের বিভিন্ন অসংগতিপূর্ণ মাদক, ছিনতাই, চোরাকারবারি, সহ নানামুখী দুর্নীতির বিরুদ্ধে পুলিশ কে সহযোগিতা করা সহ সাংবাদিক মহল কে সমাজের নানা মুখি অনিয়মের চিত্র তুলে ধরার জন্য আহব্বান করেন।
এ ছাড়া নবাগত ওসি "আরিফুর ইসলাম" মাদক ব্যাবসায়ী মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধ পরিকর হবেন, সেই সাথে মাদক কে ক্ষেতলাল উপজেলায় জিরো ট্রলারে নিয়ে আসবেন বলে সাংবাদিক দের আশ্বস্ত করেন।
এ ছাড়া পুলিশের উপর সাধারণ মানুষের আস্তা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা সহ একটি অবাধ সুষ্ঠ সেবা ক্ষেতলাল উপজেলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন বলে মত প্রকাশ করেন।।
১২০ মিনিটের আলোচনা সভায় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন এবং কথাগুলো নবাগত ওসি শ্রবন করেন, সেই সাথে বাস্তবায়ন করবেন বলে মতামত ব্যক্ত করেছেন।
উক্ত গোল টেবিল আলোচনায় প্রেসক্লাব ক্ষেতলাল ও ক্ষেতলাল প্রেসক্লাবের প্রায় ১৯ জন জেলা, উপজেলা প্রতিনিধি সহ থানা পুলিশের অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব ক্ষেতলাল সাংবাদিক, ওয়াকিল আহমেদ, ( প্রকাশক, সকালের সংযোগ ২৪), এস কে মুকুল, (যায়যায়দিন ), মোঃ রাশেদ ইসলাম,( সম্পাদক, সকালের সংযোগ ২৪), আব্দুল আওয়াল, (দৈনিক খবর পত্র), সাগর মহন্ত, ( এস ডি টেলিভিশন), এস এম মিলন ( আজকের সংবাদ),
ক্ষেতলাল প্রেসক্লাব এর
সিনিয়র সাংবাদিক আজিজার রহমান,(দৈনিক আজকের পত্রিকা ), মিজানুর রহমান,(প্রতিদিনের সংবাদ ),হাসান আলী,(দৈনিক যুগান্তর ), আজিজুল ইসলাম, (আজ কালের খবর), নজরুল ইসলাম, (দৈনিক সমকাল),আনোয়ারুল ইসলাম, (নয়া দিগন্ত), মো: বেলাল হোসেন, (দৈনিক বিকাল বার্তা), একরামুল ইসলাম, (দৈনিক ভোরের ডাক),আবু হাসান,(মানবজমিন),আমানুল্লাহ আমান, (কালবেলা ), রাসেল আহম্মেদ, (কালের কন্ঠ ),আনম রুহুল আমিন, (দিনকাল ), শাহিনুর ইসলাম, (খোলা কাগজ )সহ আরও অনেকে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ