মহসিন আলম মুহিন
হঠাৎ কথা মটকা, তখনই খটকা,
সত্যের পরাজয়, শয়তানি টাটকা।।
সমোত্ত ললনা, বাকি নেয় কথা কয়,
ফুসুরফাসুর’ করে খটকা ভারী হয়।।
‘বলে যায় আসি, আসা’ হলে বাসি,
আশঙ্কা জাগে আসলে কি দোষী।।
কথাবলে ঝটপট, দাঁত করে কটমট-
খটকা লাগে মনে-খাবেই বুঝি কট।।
যা ওজনে ভারী, তাই খায় গড়াগড়ি,
নেই তাতে খটকা, নেই ‘আহাজারি।।
সত্যের দরজায় খটকা নাহি রয়-
অসত্যের মাঝে-আশঙ্কা আর ভয়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯