মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয় ও গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গঠিত থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে আটটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, ওসি চিত্তরঞ্জন রায়, গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন রায় ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান চৌধুরী, গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ডাবলু শাহ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ।
সভায় বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
ওসি চিত্তরঞ্জন রায় তার বক্তব্যে বলেন, পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।