সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরা সদর থানাধীন পুরাতন সাতক্ষীরা এলাকা হতে শ্যামনগরের চাঞ্চল্যকর শ্বাসরোধ করে গৃহবধু মারুফা বেগম (২৫) এর হত্যাকারী পাষন্ড স্বামী- মোঃ সাদ্দাম গাজী(২৮)কে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬।
ভিকটিম মৃত মারুফা বেগম(২৫), পেশায় একজন গৃহিনী ছিলেন। আসামি-মোঃ সাদ্দাম গাজী (২৮), পিতা- ফজলু গাজী, মাতা- মোসাঃ মাছুদা বেগম, সাং- রমজান নগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা ভিকটিম এর স্বামী। তাহারা ০৮ বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহিত জীবনে ০১ জন ছেলে সন্তান- মারুফ হোসেন (৪) এবং ০১ জন কন্যা সন্তান- লামিয়া (৯ মাস) জন্ম গ্রহন করে।পাষন্ড স্বামী বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক অত্যাচার করে। গত ইং ৩০ আগস্ট ২০২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় যৌতুকের দাবিতে আসামী লাঠি, লোহার রড দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট জখম ও শ্বাসরোধ করে হত্যা করে।ভিকটিমের ভাই মোশারফ সরদার(৪০), বাদী হয়ে মোঃ সাদ্দাম গাজী (২৮) কে এজাহার নামীয় আসামি সহ ৪/৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেন। শ্যামনগর থানার মামলা নং-১৫/২৬৩ তারিখঃ ৩১/০৮/২০২৪ ইং। র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।গত ইং ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ র্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা
মামলার প্রধান আসামি সাতক্ষীরা সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ০২:০৫ ঘটিকার সময় সাতক্ষীরা সদর থানাধীন পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার মামলার প্রধান আসামি- -মোঃ সাদ্দাম গাজী (২৮), পিতা- ফজলু গাজী, মাতা- মোসাঃ মাছুদা বেগম, সাং- রমজান নগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।