মোঃ আছাদুল হক, কয়রা খুলনা প্রতিনিধি:
দেশের অন্যতম শিল্পী নগরী
খুলনার কয়রায় ‘স্মার্ট পোস্ট সেন্টার’উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ স্মার্ট ডাক সেবার উদ্বোধন করলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা ও দূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। ফলে এখন থেকে ৩২৫ টির ও বেশি ই-গভর্নমেন্ট সেবার পাশাপাশি নিয়মিত ডাকসেবা মিলবে এই স্মার্ট পোস্ট সেন্টার থেকে। মঙ্গলবারপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহেবের হোসেন চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক-কে সঙ্গে নিয়ে এই সেন্টারটি উদ্বোধন করেন তিনি। এই সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার এবং এটুআই- এর লিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সুইডেনের রাজকন্যার হাতে মুজিব ও মুক্তিযোদ্ধ বইও একটি বঙ্গবন্ধুর ওপর পরকাশিত হোক স্বারক ডাকটিকিটের বাঁধানো পোষ্টার উপহার দেন ডাক,ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। অতিথিরা এসময় স্থানীয় সেবা গ্রাহিতাদের সঙ্গে আলাপ করেন এবং কয়রা স্মার্ট পোস্ট সেন্টার এর কার্যক্রম ঘুরে দেখেন। স্মার্ট পোস্ট সেন্টার কয়রা উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রাথমিকভাবে ৫টি ডাকঘর কে পরীক্ষামূলকভাবে স্মার্ট পোস্ট সেন্টারে রূপান্তরের কাজ শুরু করেছি। স্মার্ট পোস্ট সেন্টার কয়রায় এই উদ্যোগের প্রথম যাত্রা। আমরা এরই ধারাবাহিকতায় সহসাই আরও ৫০০টি স্মার্ট পোস্ট সেন্টার বাস্তবায়ন করবো। এর মাধ্যমে প্রত্যন্ত গ্রাম থেকেও জনগণ এই স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্ট থেকে ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং পরিষেবা সহ সকল ই-গভর্নমেন্ট সেবা না আসে গ্রহণ করতে পারবেন,না অর্থনৈতিক অন্তর্ভুক্তির পাশাপাশি দেশে ডিজিটাল বই বৈষমা দূর করতে অভাবনীয় ভূমিকা রাখবেন। একসঙ্গে পার্সেল ট্রাকিং, বিল পেমেন্ট এবং ই-কমার্স সুবিধার মত সুযোগ, সুবিধার আয়োজন নিয়ে এই সার্ভিস পয়েন্ট বাংলাদেশের গ্রামীন এলাকায় এলাকায় অভিজ্ঞতা ও দক্ষতার বিপ্লব ঘটাবে। প্রসঙ্গত স্মার্ট সার্ভিস পয়েন্ট (এসএসপি) উদ্যোগ, প্রত্যাগত ডাক পরিষেবা গুলোর সাথে ডিজিটাল সমাধান গুলোকে একীভূত করার একটি সম্মিলিত প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমে দেশের ১০ হাজার পোস্ট অফিসকে কেন্দ্র করে বিভিন্ন হারের মাধ্যমে পণ্য সরবরাহ হ করা সম্ভব হবে।