মোঃ রেজাউল ইসলাম পাইকগাছা প্রতিনিধি :-
আজ মঙ্গলবার পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৩৮ জন ভোটারের মধ্যে ৩৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৬টি পদের মধ্যে সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দিতা করেছেন তার মধ্যে মোঃ আসাদুল ইসলাম চেয়ার প্রতীকে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামিরুল ইসলাম জামির ছাতা প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট।
সহ-সভাপতি পদে ২জন প্রতিদন্দীতা করছেন। যার মধ্যে আল-আমিন ফুটবল প্রতিকে ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী মিজানুর রহমান মোরগ প্রতিকে পেয়েছেন ১৭১ ভোট। সাধারন সম্পাদক পদে ২জন প্রতিদন্দীতা করেছেন, কামাল সরদার তালাচাবি ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী শাফিয়ার রহমান মাছ প্রতিকে ১৯ ভোট পেয়েছেন।
ইতোমধ্যে কোষাধ্যক্ষ পদে অলিউর রহমান, সদস্য পদে আফসার গাজী ও রাজিব গাজী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির সভাপতি ছিলেন উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মোঃ আমির হোসেন। নির্বাচন কমিটির সদস্য ছিলেন পরিদর্শক তোরাব আলী ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান।
আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ পরিদর্শক গৌতমসহ সঙ্গীয় ফোর্স।