নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট
(আর্ট কলেজ) বার্ষিক চারুকলা প্রদর্শনী -২০২৪ আয়োজন করেন। শিল্প কর্ম প্রদর্শনী উদ্বোধক শিল্পী রফিকুন নবী। ইমেরিটাস অধ্যাপক, চারুকলা অনুষদ ঢা.বি। প্রধান অতিথি : ডা: সেলিনা হায়াৎ আইভি।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সভাপতি : আলহাজ্ব মনোয়ারা হোসেন।প্রতিষ্ঠাতা সদস্য,গভর্নিং বডি,নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।
উক্ত প্রদর্শনীর জুরি বোর্ডে বিবেচনায় অংশগ্রহণকারী সকল শিল্পীদের মধ্যে
শিল্পী শিব শংকর মন্ডল মাধ্যম শ্রেষ্ঠ – পেন্সিল স্কেচ ( ক্লোজআপ স্টাডি)এবং শিল্পী সজীব মন্ডল শ্রেণী শ্রেষ্ঠ – পেন্সিল স্কেচ ( ফিগার অনুশীলন) তারা দুজনেই খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং ২০২০ সালের ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তাদের এই প্রাপ্তিতে অভিনন্দন জানায় খুলনা আর্ট একাডেমি। এবং মিলন বিশ্বাস তাদের এই প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত । তিনি বলেন তারা ভবিষ্যতে দেশের স্বনামধন্য চিত্রশিল্পী হিসেবে পরিচিতি লাভ করলে আমার শিল্প সাধনা সফল হবে।উক্ত প্রদর্শনীতে যারা সম্মানিত হয়েছেন তাদের “সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরনের জন্য শুভকামনা করেন খুলনা আর্ট একাডেমি।এই ধারাবাহিকতায় সামনে এগিয়ে যাক। খুলনা আর্ট একাডেমিতে শিক্ষার্থী হয়ে এসে একাডেমির সাথে শিব শঙ্কর ও সজীবের যে বন্ধন সৃষ্টি হয়েছে তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তার শিক্ষক হিসেবে সার্বিক মঙ্গল কামনা করছি। তাদের মনের স্বপ্নগুলো এমন করে যেন পূর্ণ হয়। আজকের এই প্রাপ্তি তাদের নতুন পথের সন্ধান দিবে। ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। আরও বড় কিছু ছিনিয়ে আনবে প্রতিযোগী হয়ে। এমন আশীর্বাদ করি।
তাদেরকে পেয়ে গর্ববোধ করি এবং তাদের পিতা-মাতা শিল্প চর্চা করার জন্য সব ধরনের সহযোগিতা করে থাকেন তাই আমি বলবো যদি প্রতিটি মা বাবা সন্তানের চাওয়ার মূল্যায়ন করতো তবে সকল শিক্ষার্থী পেতো নিজ নিজ স্বাধীনতা।
(যে কেউ স্বাধীনতা না পেলে সে জীবনে বড় কিছু অর্জন করতে পারেনা -চিত্রশিল্পী মিলন বিশ্বাস)
বিঃদ্রঃ প্রদর্শনী চলবে ০৬ জুন ২০২৪ পর্যন্ত, আপনারা সকলে আমন্ত্রিত।