সোহেল রানা স্টাফ রিপোর্টার।পাইকগাছা উপজেলার দুই নাম্বার কপিলমুনি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে, আজ আনুমানিক দুপুর ১১টায়, মাছের ঘেরের জমি মাপা সময়, হাফিজুল মোড়ল (৩৩)বিল্লাল মোড়ল মোঃ(৩৬)সাদেক মোড়ল মোঃ(৫৮)উপরে হানিফ ও তার দুই পুত্র রায়হান (২২)রিফাত (১৯)সহ আরো অনেকে তাদের উপরে হামলা করেন।আহতরা পাইকগাছা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের বক্তব্য, আমরা ২০২৫ সালে জমি ডিট নিয়েছি,আজ জমি মালিক তার জমি মাপ ছিল এবং বিল্লাল ঘেরে মাছ দিচ্ছিল এমন সময় পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করা হয়। হানিফ সহ তার দুই পুত্র, রায়হান (২২)রিফাত (১৯)এ সময় তারা আরো বলেন তাদের সঙ্গে প্রায় ২৫ জন লোক ছিল আমরা কাউকে চিনতে পারিনি। মোঃ মিন্টু বলেন আমি এই জমি ডিড নিয়েছি, হানিফ আমাকে কয়েকবার হুমকি ও দিয়েছে।