খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:
শুক্রবার ১০ নভেম্বর দুপুর আনুমানিক ২ ০০ ঘটিকায় খুলনা মোংলা মহা সড়কের রামপাল উপজেলার রনসেন নামক স্থানে মটরসাইকেল এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুই জনের একজন মটরসাইকেলের চালক এবং অন্য জন আরহী ছিলো বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলা গামী একটি প্রাইভেট কার রামপালের রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বরপ্লেট বিহীন একটি প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এবং মটরসাইকেলে থাকা যাত্রী গুরুতরো আহত হলে তাকে স্থানীয়রা দ্রুত রামপাল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান কার কর্তব্য রতো চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান এ ঘটনা শোনার সাথে সাথেই সেখানে হাই ওয়ে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলেই মটরসাইকেল চালক বাগেরহাটের ফকিরহাট থানার বট্রখামার গ্রামের আঃ সত্তারের ছেলে মোঃ রাজ্জক (৩৩) নিহত হয়েছেন। এবং মোটরসাইকেলের যাত্রী মোঃ হারুন-অর- রশীদ (৩৫), পিতা- মজিবর রহমান, সাং বুজরুক কৌড়, থানা- বাগমারা, জেলা- রাজশাহী গুরত্বর জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ