বিশেষ প্রতিনিধি:
খুলনা সিটিতে কিছুতেই কমছে না যানজট, নীরব ভূমিকায় ট্রাফিক বিভাগ।
খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।
ঈদ উপলক্ষে প্রতিনিয়ত এই বাড়ছে যানজট। কিছুতেই যেন কমছে না জন ভোগান্তি। বড় বড় ট্রাক, কন্টেইনার, মালবাহী পরিবহন,যাত্রীবাহী পরিবহন, ফিটনেস বিহীন পরিবহন,মাহেন্দ্রা, ইজি বাইক অটো রিক্সা, হর হামেশায় চলাফেরা করছে খুলনা সিটির মধ্যে।
যেখানে এসকল মালবাহী পরিবহন ও কন্টেইনার গুলো দিনের বেলায় খুলনা সিটিতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, কিছু সংখ্যক অসাধু ট্রাফিক পুলিশের জোগ সাজসে সকল মালবাহী পরিবহন গুলো ঢুকে যেতে পারে দিনের বেলায় খুব সহজেই। এছাড়া এ সকল বড় বড় পরিবহন গুলো রাস্তা ক্রসিংয়ের, এবং গাড়ি ঘোরানোর সময় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি করে ।
এছাড়া খুলনা সিটিতে চলাচল রত অধিকাংশ পরিবহন গুলো নেই কোন প্রকার যানবাহন ফিটনেস,অধিকাংশ পরিবহন গুলোর কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ রয়েছে, এছাড়া অধিকাংশ পরিবহনের যান্ত্রিক ত্রুটিযুক্ত। এ সকল পরিবহনগুলি প্রায়শি যান্ত্রিক ত্রুটির ফলে সিটির মধ্যে বিকল হয়ে পড়ে। তখনই শুরু হয় যানজটের।
এছাড়া এক শ্রেণীর মাইক্রো, প্রাইভেট কার এবং মোটরসাইকেলে ব্যবহৃত করছে হাইড্রোলিক হর্ন। যার ফলে একাধারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের শ্রবণশক্তি।ট্রাফিক বিভাগ কোন প্রকার আইনি উদ্যোগ নিচ্ছে না এ সকল হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে।
অপরদিকে এ সকল যানবাহনের গুলোর যন্ত্রাংশ ত্রুটিযুক্ত হওয়ায়,এ সকল যানবাহন থেকে প্রচুর পরিমাণে কালো ধোয়া নির্গত হয়। এই কালো ধোয়ার ফলে শ্বাস প্রশ্বাসে অনেক কষ্ট হয় পথচারী মানুষের। এছাড়া এ সকল যানবাহনে কালো ধোয়ার ফলে পরিবেশ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সকল যান্ত্রিক ত্রুটিপূর্ণ কনটেইনার ও পরিবহনগুলো, একশ্রেণীর ট্রাফিক বিভাগের পুলিশের আসাদু কর্মকর্তা সহায়তায় এ সকল ত্রুটিপূর্ণ ফিটনেস বিহীন পরিবহন গুলোর মালিকেরা একটি মাসিক মাসোয়ারা প্রদান করে থাকে খুলনা ট্রাফিক পুলিশকে।
এ ব্যাপারে কথা বলতে গেলে একজন পথচারী মোঃ কামরুজ্জামান সাংবাদিকদের জানাই যে এসকল ভারী পরিবহনের ফলে একাধারে সৃষ্টি হয় যানজটের, এবং এ সকল ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের থেকে সৃষ্ট কালো ধোয়া আমাদের শ্বাস প্রশ্বাসনালীতে ক্ষতিগ্রস্ত করে। যার ফলে রোজার মাসে আমাদের রোজা রাখাটা বড়ই দুষ্কের হয়ে পড়ে। এছাড়া এ সকল যানবাহনে ব্যবহৃত হর্ন গুলো এতটাই বিকট আওয়াজ করে যে প্রায়শী ছোট ছোট বাচ্চারা সহ বড় মানুষেরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
এছাড়া এ সকল বড় বড় পরিবহন খুলনা সিটিতে ঢুকার বিষয় নিয়ে কথা বলতে গেলে, একজন বড় ব্যবসায়ী নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানাই যে যে, এ সকল পরিবহনের চালকেরা, খুলনা সিটি কর্পোরেশনের প্রতিটি মোড়ে মোড়ে ডিউটিরত ট্রাফিক বিভাগের কর্মরত ট্রাফিক কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে রয়েছে তাদের একটি তাদের একটি আন্তরিক সখ্যতা। আর সখ্যতার সুযোগ নিয়ে খুব সহজে বড় বড় পরিবহন গুলো খুলনা সিটির মধ্যে হর হামেশাই প্রবেশ করার অনুমতি পায়।
অপরদিকে খুলনা এলাকার সবথেকে ব্যস্ততম সড়ক হল ডাকবাংলা ও ফেরিঘাট মোড়।এছাড়া ফেরিঘাট মোড়ের পূর্ব পাশে রয়েছে বড় বাজার। আর এই বড় বাজারের মালামাল পরিবহন করে এই সকল যান্ত্রিক ত্রুটিপূর্ণ পরিবহন ও কনটেইনার গুলো, এবং এ সকল যান্ত্রিক ত্রুটিপূর্ণ কনটেইনার ও পরিবহনগুলো দিনের বেলায় খুলনা বড় বাজারে ঢুকে গিয়ে সৃষ্টি করে দীর্ঘ যানজটের।
সুতরাং আমরা খুলনাবাসী সকলের পক্ষ থেকে জানাই যে, এ সকল ভারী পণ্য বাহি ট্রান্সপোর্ট ও কন্টেইনার গুলো যেন দিনের বেলায় খুলনা সিটি কর্পোরেশনের ঢুকতে না দেওয়া হয়, এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, ও খুলনা ট্রাফিক বিভাগ সুষ্ঠু ব্যবস্থা করবে এই মর্মে আমরা খুলনাবাসী কামনা করছি ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ