স্টাফ রিপোর্টার>>বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আওয়ামী লীগের গডফাদাররা বলতেন খেলা হবে খেলা হবে; কিন্তু তাঁরা মাঠ থেকে পালিয়ে গেছেন। তাঁদের কাছে খেলা মানে ছিল অস্ত্রের ঝনঝনানি। তাঁরা সন্ত্রাসের খেলায় মেতে উঠেছিলেন। আর আমরা মাঠের খেলায় মেতে উঠেছি।’
আজ মঙ্গলবার বিকেলে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সিলেট পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিব উন নবী খান এ কথা বলেন। এই টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাবিব উন নবী খান। তিনি বলেন, ‘আমাদের তরুণ সমাজকে মাদক ও হতাশা থেকে দূরে রাখার জন্যই এই খেলাধুলার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা হয়। আমরা রাজনীতির পাশাপাশি এখন খেলাধুলায়ও সক্রিয় রয়েছি। সারা দেশে এখন প্রচুর টুর্নামেন্ট হচ্ছে। আর এর নেপথ্যে প্রেরণা জোগাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। আমাদের তরুণেরা মোবাইল সংস্কৃতিসহ বিপথের দিকে চলে যাচ্ছে। ফলে আমাদের শারীরিক ও মানসিকভাবে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, কেন্দ্রীয় ড্যাব নেতা শামীমুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ুন প্রমুখ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উদ্বোধনী পর্ব শেষে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক ফুটবলাররা সবুজ ও লাল দল নামে দুটি দলে ভাগ হয়ে খেলেন। তাঁদের সঙ্গে স্থানীয় খেলোয়াড়েরাও অংশ নেন। সবুজ দল ১-০ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে। সবুজ দলের গোলদাতা দিলোয়ার ম্যান অব দ্য ম্যাচ হন।