হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে, ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫শে মার্চ, ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায়, ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, বিভিন্ন বক্তা ১৯৭১ সালের সেই কালো রাতের নির্মমতার কথা তুলে ধরেন। তারা বলেন, ২৫শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণচন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা আক্তার লিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ আরও অনেকে।
ওসি জাহিদ হোসেন তার বক্তব্যে ২৬শে মার্চকে বাঙালি জাতির জন্য এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দিনটি বাঙালি জাতির মুক্তির দিশারী।
আলোচনা সভার সভাপতি, ইউএনও শামীমা আক্তার জাহান তার সমাপনী বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং দুঃখ বেদনার। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নারী-পুরুষ ও শিশুদের ওপর নির্মম হামলা চালায়। তিনি আরও বলেন, এই গণহত্যা শুধু একটি রাতের ঘটনা ছিল না, এটি ছিল একটি জাতির ওপর চালানো পরিকল্পিত নৃশংসতা।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ