হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার ।
জয়পুরহাটে কালাই উপজেলায়
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেন।
রবিবার দিবা রাতে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর ও শেখপুর গ্রামের মাঠে এমন ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি করতে আসা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,
রোববার দিবাগত রাতে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার নামাতে যায় চোরেরা। ট্রান্সফরমার নামানোর আগেই একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে নিচে পড়ে যান। সোমবার সকাল ৬ টার সময় কামলা লোক ধান কাটার কাজ করতে মাঠে আসলে পুর গ্রামের নুরুন্নবী সরকারের বরেন্দ্র বহুমুখী গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের নিচে ধানের জমিতে হাত-পা কুকড়ানো অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। তখন মরদেহ দেখে ভয়ে পেয়ে চিৎকার করলে খবরটি এলাকায় ছরিয়ে পরে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে পুরগ্রামের বাসিন্দা মামুনুর রশিদ বলেন, এটা চুরির ঘটনা ছাড়া অন্য কিছুই না। ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সে মারা গেছে। এর সাথে আরো যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনার দাবী করেন তিনি।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কালাই সাব জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক বলেন, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে চলেছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৈদ্যুতিক পুলের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়া দাগ রয়েছে। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।